চলো আকাশটা ছুঁয়ে দেখি
   উড়াল দিয়ে বলল পাখী
অচিন পাখী পাতার ফাঁকে
   বলল আমায় নেবে নাকি ?
হারিয়ে গেলাম ওদের গানের সুরে সুরে
হারিয়ে গেলাম শহর থেকে অনেক দুরে ।


ঐযে দেখো পাহাড় থেকে ঝরনা ঝরে পড়ে
    রোদ্দুর এসে রোজ সকালে জাগিয়ে দেয় তারে ।
ওর বুকেতে কান পেতে জীবনের গান নাও শিখে
    ঝির ঝির ঝরঝরে মানুষের কাছে যাও ফিরে ।


ঐযে দেখো ছেলেটা ছুটে যায় নদীটির তীর ধরে
    নিত্য বাজে হাতুড়ির সুর ওর বুকের হাঁপরে  ।
ঐযে মেয়েটা দেখেনা চোখে তাঁর কথা ভেবে ভেবে
    হাতুড়ির সুর নিয়ে ভালবাসার গান ধরে ।


তুমিও গান বেঁধে নিও জলপ্রপাতের শব্দে
জমে থাকা অভিমান রাত শিশিরের কান্নায় ।
আলো জ্বেলে দিও সারি সারি কালো মুখে
গান গাও আজ সাথী, ভাসতে আলোর বন্যায় ।



    
    
    
বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আজ আমার কবিতা ।