নন্দিনী
জীবন যুদ্ধে এলে তুমি বন্ধু হয়ে...
একদিন প্রখর রোদ্দুর উপুড় হলো মাথার উপর ;
সেদিন চকিতে চোখে কালো পর্দা নেমে এলো ;
ব্যস্ত রাস্তার শব্দগুলো ক্রমশঃ বিন্দুতে মিলালো ;
আমার আমি ফিরে যাচ্ছি যেন কোন তেপান্তরে !
        তারপর... আর জানিনা ।
নরম আলোর এক কামরা ঘরে সম্পূর্ণ একা ;
আমার আমি কে আবার নতুন করে আবিস্কার ;
এগিয়ে চলেছে চেনা শব্দের টিকটিক সময়  ;
আরো শুনছি অনেক যন্ত্রের অচেনা শব্দের ভিড় !
সাদা কাপড়ে আমি এবং আমার ছেঁড়া শরীর।


নন্দিনী
জীবন যুদ্ধে এলে তুমি বন্ধু হয়ে...
নীল টিভি বক্সে জীবনরেখার দ্রুত ওঠানামা ;
উহু একদম বিছানা থেকে উঠবার চেষ্টা নয় ;
এখন যে অনেক বিশ্রামের প্রয়োজন রক্তিম,
তুমি ঘুমাও।আমি ছিলাম আছি থাকব সর্বক্ষণ।
নন্দিনী
জীবন যুদ্ধে এলে তুমি বন্ধু হয়ে...
জানো আমার বুকের ব্যথাটা এখন হালকা মেঘ ;
আহ কি যে পরম শান্তি, বলে বোঝাতে পারবনা ।
পাশে থাকলে কেমন যেন একটা গর্বিত ভাব আসে ।
যুদ্ধ যত কুর্নিশ করে আমায় বিজিত ঘোষণা করে ।