চলতে চলতে ভুলে গেছি যে কথা বলার ছিল।
বলতে বলতে সয়ে গেছি পৃথিবীর অনেক কিছু
ভুলতে ভুলতে হারিয়ে গেছি সাগর নদী পাহাড়ে
হারাতে হারাতে ফেলে গেছি কাঙ্খিত পরশ পাথর।


অথচ শোনবার জন্য সময় ও থমকে ছিল পিরামিডে
অথচ বলার ছিল তোমার আমার গোপন রহস্য কথা
অথচ ঠিকানা খুঁজে নেবার জন্য ছিল একটা পৃথিবী
সুখ স্বস্তি আর স্নিগ্ধতার পেতে পরশ পাথর দরকার ছিল।


এখন আর ছুঁয়ে ছুঁয়ে পথ পাড়ি দেবনা
এখন আর শুয়ে শুয়ে আকাশ কুসুম ভাবিনা।


এখন বুঝে গেছি বাস্তব
কাঁকড়যুক্ত একগ্রাস গরম ভাত
এখন জেনে গেছি ওগুলো প্রতিশ্রুতি
বলে দেওয়া যায় সহজেই, পালন না করলে ও চলে।