এটা ভালো লাগছেনা
তোমার এই দীর্ঘ অদর্শন।
অনেক দিন শোনা হয়নি চারপাতার কবিতা।
অনেক দিন ধরে কেউ বলেনি
লাল মাটির কাঁকুড়ে মিষ্টি কথার মিঠা বোল।
"কিরে তুরা সব কুথা গেলি, ইদিকপানে আইনা কেনে?
তুরা মোর জন্মদিনে সবাই মিইলে আইসবি কিন্তুক''


তোমার চারপাতার কবিতায়
কেউ কেউ খুব উশ খুশ করত।
তুমি কিন্তু বেশ আগ্রহে রাত জেগে লিখতে
আসরে পাঠ করতে।
শেষের দিকে দমে ঘাটতি হতো বলে
কেউ তোমার হয়ে কবিতা পড়ত।


শরীরের অত যন্ত্রণা উপেক্ষা করে আসরে পৌঁছে যেতে।
সকল প্রতিবন্ধকতা কে জয় করে।
শুধু একটু হাসি খুশি সকাল দেখবে বলে।
এখনো কি সকাল হলে আমাদের মনে পড়ে?
তোমার কাব্যের নায়ক নায়িকা কাউকেই ভুলিনি
জন্মদিনে আমরা সবাই তোমার বাড়ি আসছি।
তোমার হাসিমুখ আর পছন্দের খাবার খেতে।