দুয়ার খুলে এসেছ তুমি আবার
দিয়েছ কত আলো খুশি উপহার।
তুমিতো সেই চির চেনা অচেনায়
আমার কান্না হাসির বসন্তবাহার।


সেদিন আমার কান্নায় জগত হেসেছিল
সেদিন আমার হাসিতে পান্না ঝরেছিল
হামাগুড়ি হাঁটায় তুমি পথের সাথী ছিলে
আধো অস্ফুট স্বরে কথা যুগিয়েছিলে
তুমিতো সেই চির জানা অজানায়
আলো আশার অপার ভালবাসার।


আজো বাঁচি তোমার হাতে হাত রেখে
আজো পথ খুঁজি তোমার স্বপ্ন মেখে
যদি ভুল করে হারাই জীবন রথ  
সখা হয়ে এসে দেখিয়ে দিও পথ
তুমিতো সেই চির বোঝা না'বোঝায়
জীবন গানের অমৃত সমাহার।



××× আজকের কবিতা কবি মহঃ সানারুল মোমিন (বিনায়ক কবি)' র জন্মদিন উপলক্ষে উৎসর্গ করা হোল।