ওই বুঝি গান বাজে সুরে পৃথিবীর অন্তরে
দিক থেকে দিগন্তরে সেই গান ছড়িয়ে পড়ে।
সময় বাজায় সারেগামা চন্দ্র সূর্য গেয়ে ফেরে
কত কথা বলে যায় মেঘ বৃষ্টি ঝঙ্কারে।


কালো কোয়েলের কুহু কুহু তানে ফাগুন এসেছে
গুণ গুণ গুন গুঞ্জনে মৌমাছি তার পাখা দুটি মেলেছে।
আকাশে মেঘের ঘনঘটায়, বনের ময়ূর ঝুম ঝুম নাচেরে।
প্রাণখোলা হাসি খেলায় প্রকৃতি যেন নবরূপে সাজেরে।


পৃথিবীর বুক লোভের আগুনে
        দাবানল হয়ে পোড়াতে চায়।
যুদ্ধ নেশায় বারুদ গন্ধ
        ধ্বংস দামামা শোনাতে চায়।


মৃত্যু ঠেকাতে আমরা শুনেছি চড়ুই পাখীর কান্না
আমরাই আছি এগিয়ে যেতে আমরা যুদ্ধ চাইনা।
জীবন বাঁচাতে ঝড়ের মুখে আমরাই আসি বারে বারে
বজ্রে শিখেছি গান, তাই বাঁচার মন্ত্র হৃদয়ের তারে তারে।