দলছুট একটা জলফড়িং
অনেকক্ষণ হাওয়ায় উড়তে উড়তে ক্লান্ত ।
ওরা যে কোনদিকে গেল...
আঁধার নেমে আসছে খুব ধীরে ধীরে ।
বুকের ভিতর ছোট্ট হৃদয় জুড়ে কম্পন ।
কি হয় হয় একটা ভাব স্থির হতে দেয়না ।
সারাদিন একসাথে নতুন ধানের শিষে,
জলের উপরে জেগে থাকা পদ্ম কুঁড়িতে,
লেজ দুলিয়ে অনেক খেলা হয়েছে ।
হলুদ ফুলের বনে গিয়ে সে পথ হারায়।


এখন আরযে পারছে না বসতে হবে ডালে।
লুকিয়ে ওতপেতে  ছিল বহুরুপি একটা ।
খুব ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে
ক্রমশ মৃত্যুর কাছাকাছি অসহায় জলফড়িং  
উড়তে চাইলেও উড়তে পারলনা ।
নিমেষে একরাশ অন্ধকারে দলছুট জলফড়িং ...