তুমি নির্বাসন দিতেই পারো নিজেকে...
আলোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছ,
ফুলের সুবাস আর তোমার ভালো লাগেনা;
চাঁদের আলো তোমার ঘরে অনধিকার চর্চা
অনুপ্রবেশকারী শব্দ পেলেই মেরে ফেলছ।
ছোট বড় সম্পর্ক ভেঙে টুকরো করে দিয়েছ।
তুমি কি আর নিজেকে ভালবাসনা?
      নিজেকে কি প্রমান করতে চায়ছ!


তুমিতো জানো
তোমার হাতের পানি বিনে হলুদ ফুল ফুটবে না।
চাঁদ ফিরে যাবে গভীর অমাবস্যায়
শব্দেরা রক্তহীনতার আশঙ্কায় কঠিন অসুখে ভুগবে।
তোমার আবেগের মৃত সঞ্জীবনী বৃষ্টি দিয়ে
সম্পর্কগুলো আবার নতুন করে বাঁচিয়ে তোল।
তোমার চোখের কোমল পেলব দৃষ্টিতে
হলুদ পাতারা আবার সবুজ হয়ে উঠবে
শিল্পী সত্তা এমন করে নষ্ট হতে দিওনা বন্ধু।


ফিরে এসো দরিদ্র জনতার দরবারে।