আমার ছেলেটা ও বন্দুক নিয়ে ঘোরে ফেরে।
দ্রুম দাম করে মারে মরে রক্ত দেখে...
চোখে মুখে কোমল আবেগের চিহ্ন বর্ণ নেই;
এক্কেবারে যেন যুদ্ধের সৈনিক
শত্রু নিধনে মত্ত আপোষ হীন লড়াই।
হঠাৎ হঠাৎ চিৎকার
মার মার মার, দেখ ওই কোনায় বেটা লুকিয়ে...
বেয়নেট দিয়ে খুঁচিয়ে মার মার মার
নইলে তুই ও মরবি...
নিমেষে ছররা বুলেট ছুটে আসে
অপর প্রান্ত হতে তীব্র চিৎকার ...
আমি মরে গেলাম ভাই তোর খুব বিপদ
তুই ও সাবধানে থাকিস ওরা তোকে ও খুঁজছে...
দেখতে পেলেই মারবে...
চমকে উঠি কে কাকে মারবে কেন মারবে ?
প্রশ্নের আর উত্তর মেলেনা।


একদিন এরাও যন্ত্র মানব হবে...
তারই চলছে প্রস্তুতি।