সত্যিটা বড় সত্যি ছিল নন্দিনী।
তুমি জানতে ও পারনি ।
তুমি ভেবেছিলে কোনো এক ইন্দ্র'দার
কল্যানে অনেক সমস্যার পাঁচিল ডিঙিয়ে গেছ।
ইন্দ্র'দার চোখে সানগ্লাস ঝকঝক করে,
সুন্গন্ধি ছড়িয়ে যখন হেঁটে যায়
মনে হয়না ? যদি হাত ধরে যেতে পারতাম ।
তার এক কথার আহবানে মিছিলে চলে যাও ;
শুধু তুমি নও আরো অনেক অনেকে ।
রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যখন তুমি ঘর্মাক্ত
ইন্দ্র'দা তখন ঠান্ডা ঘরে ঠান্ডার চুমুকে ।


আক্ষেপ নবীন বরণ উত্সবে মুক্তবেণী জুইমালা নেই ,
ভ্রূক্ষেপ না করে দ্রুত এনেদিলাম নিরবে ।
এক লহমাতে বলে দিলে- কে দিল ইন্দ্র'দা ।
শুকনো হাসি ফিরিয়ে দিলাম
তুমি বুঝলেনা বুঝতে ও চায়লে না ।
তোমার আকাশে শুধু শুধু ডানা ঝাপটে গেলাম ।
পালকগুলো এক এক করে খসে গেল ।
জটায়ুর মতন পড়ে আছি নিভৃত ঘরের কোনে ।