একটু একটু করে স্বপ্ন দিয়ে সাজিয়ে দেব  
                     কী স্বপ্ন তোর লাগবে ।


কুয়াশায় ঘেরা নীল পাহাড়ের রহস্য তাও
বাঙ্গমা আর বাঙ্গমীর বাসার খবর রেখেছি ;
দুধসাদা পক্ষীরাজের লাগাম আমার হাতে।
রাক্ষসদের কাছে বন্দিনী সেই রাজকন্যা।
প্রতিদিন লাঞ্ছিত হয় প্রতিদিন সে মরে ।
             উদ্ধার কর সে বড় কষ্টে আছে ।


তোর জন্যই ঘুমপরীদের গান রেখেছি ।
শীত সকালের সোনালী রোদ্দুর রেখেছি ।
উষ্ণীসে গুঁজে দেব হংস বলাকার পাখা;
দেব বিদ্যুত্‍ তরঙ্গে শান দেওয়া তরবারি;
চাঁদ জোত্‍স্নায় ধোয়া ধবধবে রাজপোশাক
                তুই রাক্ষস মারতে যাবি ।




* কবি স্বপ্নচর কে উতসর্গ করলাম আমার আজকের কবিতা ।