সবখানেই যেন আমার ঘর পাতা আছে
কে বা কারা যেন সাজিয়েছে থরে থরে।
এই যে সবুজ ঘাসে ঘাসে শিশির,
এই যে ফুলে ফুলে রং বাহার,
এই যে সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গা,
যখন তখন ময়ূরের ডাকে সাড়া দেওয়া,
ইউক্যালিপটাসের পাতা ঝরে ঝরে পড়া
সবাই যেন একাধারে ইঙ্গিতে বলছে
এসেই যখন পড়েছ আমাদের দেখো
আমরা আছি তোমার অপেক্ষায়।
তোমার মন দুলিয়ে দিতে
সোনাঝুরি সব প্রাচীরে একসাথে ফুটেছে
আসলে, ওরা তোমার কবিতার পাতায়
সাদা কালো আখরে জায়গা পেতে চায়।