শহর জুড়ে কালো কাকে ছেয়ে গেছে
কেউ উড়ছে কেউ ডাকছে কেউ বসে আছে
কেউ ঘাড় কাত করে বিশেষ করে দেখে
কেউ চিলের সাথে ফাজলামি করে শিকার কাড়ে
মনের ইচ্ছার চ্যানেল ঘুরিয়ে কাক দেখছি
সাদা কাক ভেসে উঠলো সামনের ক্যনভাসে
বেশ লাগছে ওদের চোখগুলো লাল যেন প্রবাল


তবে এরা কেউ জীবন্ত নয়
সব সংগৃহীত কোন এ্যালবাম থেকে নেওয়া।
কেউ কেউ যেন খয়েরী সাদায়
কারোর মুখটা কালো যেন কলঙ্কে মুখ পুড়েছে
কারোর গলায় সাদা দাগ যেন বিদেশী শিকল
মুঠোফোন উল্টে যেতেই অবাক কাণ্ড
এরা আমাদের অতি পরিচিত দেশের নাগরিক বৃন্দ
এরা আমাদের প্রতিদিন প্রতিশ্রুতি দেয়
ভালো করবে বলে কিন্তু... কিছুতেই সফল হয়না।