আদি থেকে অনন্তে
দিন থেকে দিনান্তে
জীবন মরুর প্রান্তে
মানব তুমি জানতে ।
আমি তুমি সবাই
পথের পথিক একই
হারিয়ে যেতে চাই
আলোর সন্ধানে যাই।


বুকের ভিতরে ভয়
গভীর গোপনে রয়
সৃষ্টি  আঁধার ময়
ছিনিয়ে আনবো জয়।
ঝড় বৃষ্টি বাদলধারা
বারে বারে দিশাহারা
রাত্রি জাগি ঘুমহারা
খুঁজে মরি পথহারা ।


টালমাটাল নাওখানি
সংকল্পে শপথ মানি
ঐতিহ্যের শ্রুত বাণী
মুক্তি সূর্য উঠবে জানি ।
তারপর রাত্রির শেষ
পাখির কাকলি বেশ
বাতাসে ধ্বনি'র রেশ
কাঙ্খিত সেই দেশ ।