এখন মাঝে মাঝেই আমার কেমন যেন কান্না পাই।
পাছে কেউ দেখে ফেলে লোনাজল সাবধান হই।
মুখ আড়াল করে দেয়ালঘড়ির সাক্ষাৎ পাই,
দীর্ঘশ্বাসের শব্দে টিকটিকি গঞ্জনা দেয়  
হাতের রুমালটা জানে সবটাই।
হাসির অভিনয় করে যাই।


ভরা জনতার সভায়
আশার আলো কেউ দেখায়
তখন তার প্রতি মন ভরে কৃতজ্ঞতায়।
ঠকে গেছি ভাই সামান্য কদিনে বুঝি তাই।
আষাঢ়ের মেঘ কাজল কালো চোখেতে ঘনায়।
শ্রাবণের অঝোর ধারায় ভিজে সব কান্না ধুয়ে নিই।