ডেকে নিও অনিকেত নামে
        যে নাম ধরে কেউ কোনদিন ডাকেনি।
        শুধু তুমি ডাকবে সেই নাম ধরে ।
ভেবে নিও অনিকেত নামে
        কারোর সাথে কোনদিনও আলাপ হয়নি  
        সে কিন্তু তোমাকে ভীষণ ভাবে চেনে ।
বুঝে নিও অনিকেত আছে অজস্র ভিড়ে
        তার চোখ সবসময়ের জন্য তোমায় ঘিরে
        নিবিড় অপেক্ষায়, যেন জীবনে প্রথম বৃষ্টি ।
জেনে নিও অনিকেত আসবেনা সম্মুখে
        নতজানু হয়ে তোমার কাছে প্রেমভিক্ষাতে
        সম দুরত্বে রয়ে যাবে তমালের ছায়া হয়ে ।
শুনে নিও অনিকেতের সামগান
        তোমাকে ভেবে সুরে তালে ছন্দে ছন্দে
        আজ রাতভর শুধু গেয়ে যাব বেহাগ রাগে ।
চিনে নিও অনিকেতের আঁকা ছবি
       ছেলেটা হৃদপিন্ড কেটে দিচ্ছে উপহার
       মেয়েটা দুরত্ব রেখে প্রিয় হলুদ শাড়ি বাঁচায় ।