বন্ধু হতে চাইলাম তাই হাত বাড়ালাম,
বন্ধ জানালা দরজা তেমনি রাখলাম ;
        বন্ধু হতে কই পারলাম !
জানলা যখন খুলে দিলাম বাতাস এলো
দরজা খুলতেই ঝরা শুকনো পাতার মেলা ;
        ঝড় সবে শেষ করেছে খেলা !
কাকের বাসা উঠোনে ভেঙে পড়ে আছে
মুখ থুবড়ানো কোকিলের বাচ্ছা লড়ে যাচ্ছে ;
        কাক মাতা সযত্নে পাশে আছে ।
কে যেন ছেঁড়াকাঁথা মুড়ি দিয়ে ফুটপাথে
টাকার কয়েন ওর শিরা বের করা হাতে;
      মনে হোল বেঁচে নেই মরেছে রাতে !