তোমার দেখা পাব বলে এলেম নদীর কুলে
সকাল সন্ধ্যে শুধু ছলাত ছলে সময় ভুলে ।
পাল তোলা পাল ছেঁড়া অনেক গেল এলো
          তবু তুমি সেই অধরা তুমি এলেনা ।
নদীর সেতু ব্যস্ত বড় দাঁড়িয়ে গেলাম আনমনা
কেউ যায় কেউ আসে কত মানুষের আনাগোনা ।
এই বুঝি তুমি আসবে,শুধু উর্ণনাভ'র জাল বোনা ;
           তবু তুমি সেই অধরা তুমি এলেনা ।
বাঁশের বনে বাতাস যেন কি বলে তুমি আসবে
বল্লম পাতা শুকিয়ে ঝরে জ্বালানিতে বুঝি জ্বলবে।
পাতায় পাতায় ঝুম ঝুম নুপুর এখনো কি নিরবে ;
           তবু তুমি সেই অধরা তুমি এলেনা ।
আকাশ কালো করে মেঘের দল আঁধার এনেছে
সবুজ ক্ষেতে ঝড়ের তীব্রতার দানব হেঁটে চলেছে।
বিদ্যুত তরবারীর কষাঘাতে মৃত্যুর শঙ্কা জাগছে ;
         সেই এলে, আর একটু আগে কেন এলেনা !