কেটেছে আচ্ছে দিনের ঘোর
এবারেও রাত হলোনা ভোর;
সাপ ব্যঙে খেলছে লুকোচুরি
এবারেও একই খেলা, একই সেই জারিজুরি।


গাজনে বোল উঠেছে ধিনা ধিন তাক তাধিনা ,
নাকি দেশ এগিয়ে গেছে সীমান্তে তাই কি হানা?
আকাশে সিঁদুরে মেঘ, বাতাসে বারুদ বিষ ;
চোখে জল শুকিয়ে গেছে, বুকে ভয় রাজসন্ত্রাস।
ফাগুনে এসেছে ভোট কাজের কাজ বদলে নোট;
নাকে মুখে ঝুলিয়ে শ্রী, শুধু শ্রী’তে ভরবে কি পেট ?


দেশেতে চাকরি উধাও, প্রতিবাদ নেই যে মোটে,
শুধু গুন তার গেয়ে যাও, মেতে যাও উত্সবেত়ে ;
জনগণ ভাবছে এখন নতুন এক সকাল পেতে,
স্বপ্নেরা বইবে এবার নতুন এক দিশার পথে ।
দেবে ভোট চাকরি পেতে দেবে ভোট গরম ভাতে;
ভুখা পেটে আর ধোকা নয়, জীবনের ফুল ফোটাতে ।