কানে বার বার ধ্বনিত হচ্ছে সেই এক শব্দ
'' দাদা জলদি করো, দশ পাহাড় পার করনা হ্যায়''
শুনেছি সাত সমুদ্র তের নদী পারে
সে এক নতুন রাজ্য সেখানে থাকে
কতকালের বন্দিনী এক রাজকুমারী ।
যে কিনা জিয়নকাঠির ছোয়াতে বাঁচে ,
আমরাও কি তাই চলেছি ! সেই দেশে !
সব দত্যি দানোরা ফাঁদ পেতে রেখেছে
স্বপ্নে দেখা রাজকুমারের হাতে তরোয়াল
মনে মনে চলেছি কি সেই রাজ্যে ।
রাক্ষস মেরে উদ্ধারিতে রাজকুমারী ।
বাস্তবের মাটিতে ফেরালো রকির সেই ডাক
''দাদা জলদি করো, দশ পাহাড় পার করনা হ্যায়''
কোথাও রুক্ষ কোথাও জলধারা
কোথাও আকাশ নেমেছে পাহাড় চুড়ায়;
অজগরের মতো রাস্তা গেছে এঁকে বেঁকে ।
অনবরত ছোট্ট গাড়িটাকে গিলে চলেছে ।
এই নামছে চড়াই আবার এই উতরাই
ইচ্ছা হয় সবুজ পাইনের জঙ্গলে পথ হারাই ।
রাস্তা এত দুর্গম অন্জান্তে চোখ বন্ধ করি
খাদের দিকে চোখ, বুকের ভিতর হাতুড়ি ।
চকিতে রকির চিত্কারে দুচোখ ভরে দেখি
পান্না রঙের পোশাকে রাজকুমারী খাজিয়ার ।
    আমাদের জন্য বিছিয়ে রেখে সবুজ গালিচা ।