ঘুম ভেঙে যে দৃশ্য দেখলাম
ভিতরের অন্তরাত্মা চমকালো কাটা মুরগির মতন।
নারী বেষ্টিত এক নর চলে যায় শ্রীঘরে।
যে যা পারছে কিল চোর ঘুষি চালায় নির্দ্বিধায়।
যেন সে করেছে গুরুতর অন্যায়।


অপরাধ মালিকের বউকে সে নাকি
ঠেলে ফেলে দিয়েছে রাস্তায়।
কেউ কেউ ছড়িয়ে দিচ্ছে গালিতে হুলুদ রঙ
কেউ ঘুষি মেরে দেখিয়ে দেয় সবুজ রঙ
কেউ লাথি মারে পিছে চিনিয়ে দেয় লাল রঙ
মুখ থুবড়ে পড়ে যায় পিচ রাস্তায়
যন্ত্রণায় সে ককিয়ে ওঠে
ঝলকে ঝলকে মুখ থেকে পড়ে রক্ত
যন্ত্রণার আর এক নাম হয় লাল রক্ত।


আসলে ওর শেষ আশ্রয় চিকেনের দোকান
ওকে ছেড়ে দিতে হবে বরাবরের মতন।
সে বলেছিল অন্য অনেকের মত
ভাড়া বাড়িয়ে দাও। দিয়ে দেবো।
আমার পেটে লাথী মেড়োনা।
আইন চলে আইনের মতন।
সত্যের আইন আছে, মিথ্যের আইন ও আছে।
টাকা থাকলে আইন পুলিশ সবই আছে।
পেটের খিদের আইন বোধ হয় এখনো হয়নি।