খিদে বড় আজব জিনিস আশ্চর্য অনুভুতি
শুনেছি, খিদে পেলে বাঘে ঘাস খায়।
আমিশ ভোজীও হয়ে যায় নিরামিশাশি।


খিদের গনগন আগুনে আত্মাহুতি দেয় নারী।
নিজসম্মান ধুলায় লুটাতে দ্বিধা করেনা।
নিজেকে বিক্রি করে মানুষ যে ক্রীতদাস।


কারোর কারোর যেন খিদে মিটতেই চায়না।
আরো আরো চায় অর্থ মান, শেষে বিশ্ব খেতে চায়।
কখন জানি গণতন্ত্র ও খেয়ে বসে থাকে।


খিদের জ্বালা সহ্য করতে না পেরে
সন্তান বেচে দেয়, পিতামাতা অপরের কাছে।
হাহুতাশ করে শেষে সারাজীবন ধরে।


এক জমিখাদক জমির জন্য উদয় অস্ত হেঁটেছিল ।
সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মুখ থুবড়ে পড়ে জমিতে।
আর উঠতে পারলনা। নিজের মারেই জমি পেল।


খিদের আগুন সামলে নিয়ে পথ চলো হে
নইলে কপাল জুড়ে আছে অনেক দুর্ভোগ।
মাঠেই শেষে মারা যাবে, তোমার তৈরি খাদে।


একলা তুমি খাবে, অন্যে শুধু দেখে যাবে
খিদে আমার খিদে তোমার খিদে সর্বগ্রাসী।
কিছু খিদে জমিয়ে রাখি আলো হাসির জন্যে।