আসর তখন ভেঙে গেছে ,
যে যার ঘরে ফিরে গেছে ।
    হিমেল বাতাস উত্তুরে
    রাত তখন বেশ গভীরে ।
আতিপাতি আধা অংধকারে
চাদর মুড়ে কে কি খুঁজে মরে ।
    তার কাছে গিয়ে দেখি
    জলে ভরেছে দুটি আঁখি ।
বল মেয়ে কী গেছে খোয়া
বলে না কিছুই মাথা নোয়া।
    চোখের কাজল ধুয়ে গেছে
    কপালে টিপে মুছে গেছে ।
একবার বল দুজনে খুঁজি
মনে হলো বুঝলনা বুঝি ।
    কেঁদে ওঠে সে তারস্বরে
    কী করি ভাবি তার তরে;
চকিতে মেয়ের মুখটি দেখে
তড়িত খেলে যে যায় বুকে ।
    ওগো অপরূপা দাওনা বলে
    কি'যে খোঁজ এ ভূমিতলে?
কিন্নরী সে লজ্জায় মুখ রাঙা
নৃত্যকালে ঝুমকো গেছে খোয়া ।
    হাত বাড়ালাম এই নাও বলে
    ঝুমকো না নিয়ে গেল সে চলে ।