কিছু কিছু ছবি হয়না অমলিন
ক্ষনে ক্ষণে বাজিয়ে যায় বীণ।
তবু ও ক্ষীণ আশায় চিরদিন
যদি সে এনে দেয় সেইদিন।
সেই তো তুমি এসে দাঁড়ালে  
বাঁশের শুকনো পাতা মাড়িয়ে।
সমুদ্র সিনান হয়েছে কি সারা
পবিত্র মুখ জ্যোৎস্নায় যায় ধুয়ে।


ও মুখের বাঁকা হাসিতে প্রিয়া
নীরবে কি বলো কত কথা না'বলা;
স্বর্গ কানন থেকে খুঁজে এনে দেব
তোমার সাধের পারিজাত মালা ।
সবটায় শেষে ভুল ঠিকানায়
স্বপ্নতরীর সামনে জলপ্রপাত।
কালবৈশাখীর এক মাতাল ঝড়ে
বোড়ের চালে রাজা কিস্তিমাত।