এমন এক একটা পুরুষ জন্মায় যারা ক্ষনজন্মা
আকাশ থেকে ধরে আনে বৃষ্টির স্বাধীনতা।
একটা নদীকে বন্ধন মুক্ত করতে পারে
বন্ধ্যা জমিতে সবুজে সবুজ বিপ্লব এনে দেয়।


এমন এক একটা পুরুষ জন্মায় যারা ক্ষনজন্মা
যারা জীবনকে উৎসর্গ করে শৃঙ্খল মোচনের জন্য।
যাকে দেখলেই মনে হয় পাহাড়ের মতন উচ্চতা
যে কিনা বজ্র ঘোষণায় ডাক দেয় চলো যুদ্ধে যাব।


এমন এক একটা পুরুষ জন্মায় যারা ক্ষনজন্মা
যে ওড়ায় নীল আকাশে সবুজ লাল বিজয় পতাকা।
যে ক্ষুদার রাজ্যে হয়ে যায় গরম ভাতের থালা
যাকে দেখে সমুদ্র সমীহ করে তাঁর গভীরতায়


এমন এক একটা পুরুষ জন্মায় যারা ক্ষনজন্মা
যে কিনা চোখে দেখেই বুঝে যায় মানবের যন্ত্রণা কথা।
যে নিজের লাল রক্তে লিখতে ফেলে আগামীর ইতিহাস
সেই পুরুষ আজীবন হয় চোখের মণি দেশের নায়ক।