কোথা থেকে আসলো ছুটে শীত-কুয়াশায় মোড়া মিষ্টি সকাল।
মুন্নির বাপ ঘুম দিচ্ছে কারখানাতে যাবেনা, আজ নাকি হরতাল ।
***
প্রেম যে শুধু কাঁদায় প্রেম যে বড় অনাসৃষ্টি অদৃষ্ট
প্রেম যে পায় সেইতো জানে, প্রেমে যে ভীষণ কষ্ট ।
***
আঁধারে যাদের থাকার কথা, তারা আলোয় করে রাজ;
আলোর জন্য যারা যুদ্ধে মরে, তারা আঁধারে কেন আজ ?
***
অতি চালাকের গলায় দড়ি, যদিও ওরায় ঘোরায় ছড়ি ।
ওরা চন্দ্রতসবে মেতে থাকে, গরিব ঘরে থমকে থাকে ঘড়ি।
***
ক্ষিদেয় জাগে মানুষ ক্ষিদেয় গতর খেটেই বাঁচে
ক্ষিদেয় চলে রাজনীতি, নেতারা নিত্য ভোট যাচে ।
***
এই জীবনের যত গল্প জুড়ে, শিকল ছেঁড়ার গান থাকে
অল্প সল্প কিছু কবিতায় থাকে, সাঁঝ সকালে স্বপ্ন মাখে।
***
একদিন পৃথিবী মুখ তুলে নীল আকাশের দিকে চায়বে।
আমায় বন্ধ্যা করোনা মানুষ, ফসলের অহঙ্কারে বলবে।
***
প্রিয় বলে কাছে ডেকে নাও, রেখো হৃদয়ে শীতের রদ্দুর
তারপর নিয়ে যেও যেখানে মন চায়,চোখ যায় যতদূর ।