কবি তন্ময় হয়ে ছবি এঁকে যায় মেয়েটির
ক্যানভাসের মেয়েটি বর্ণে হয় জীবন্ত  
ধীরে অনন্তকাল যায় পেড়িয়ে  
মেয়েটি থাকে প্রতিক্ষায় ।


স্মৃতির পাতা থেকে ছবি এখন মানবী
কখনো ভিখারিনী অন্তপুরবাসিনি  
কখনো সালান্কারা নিরাভরণা
কখনো বসনহিনা বন্হিশিখা।


আগুনের লেলিহান শিখায় মেয়ে অগ্নিকন্যা
পুড়তে চায় পোড়াতে চায় অনামিকা
কবি তখন থাকে একান্ত নির্লিপ্ত
বর্ণের চাঁদমালাতে একাকিনী ।


চালচিত্র থেকে উঠে আসে উদ্ভিন্নযৌবনা  
কবির কানে কানে বলে যায় সৃষ্টিকথা
আমি যে তোমারি গ্রহণে ধন্য করো
কবির বুকে একসাগরের তৃষ্ণা
লোনাজলে কবি ডুবে যায় ।


কবির তৃষ্ণা মেটেনা
ছবির মেয়েটির বঙ্কিম হাসি  
সে হাসিতে চারদিক প্রতিধ্বনিত হয়
এলোমেলো বর্ণমালাতে কবি পথ হারায়।