তোমার কথায় আগুনের ফুল্কি জেগে ওঠে
অন্য আর একদিকে পাথরেতে ফুল ফোটে।
আগুনে আগুনে প্রাসাদ পুড়ে ছারখার হয়ে যায়
পোড়াছাই থেকে আগুনপাখি আকাশেতে উড়ে যায়।
সাত রঙা সেই আগুনপাখি চিৎকারে গলা ফাটায়
বিবর্ণ মানুষগুলো তাই শুনে স্বস্তির শ্বাস নেয়।
উবু হয়ে বসা মানুষ টানটান উঠে দাঁড়ায় সোজা।
বজ্রমুঠি শক্ত করে শুরু, স্বপ্ন আলোর পথ খোঁজা।


আর একদল ষড়যন্ত্রের মন্ত্রে বুলডোজার চালায়,
এ যেন সেই পদ্মবনে মত্ত হস্তীরা গান গায়।
সন্তর্পণে মাখনে নিরবে ছুরি বসিয়ে দেয়;
সরবে ঠাণ্ডা ইস্পাত থেকে বুলেট ছুটে যায়।
কাঁটার মুকুটে ইথার তরঙ্গে রক্তাক্ত প্রতিনিয়ত
তা'নাহলে চিরকালের জন্য নির্বাসন সুনিশ্চিত।
কিন্তু ওরা জানেই না কবিরা থাকে যেখানে
তাঁর লেখনী বৃষ্টিতে বন্ধ্যা জমি উর্বর সেখানে।
নিঃশ্বাসে ভরা ফসলেতে ঢেউ জাগাও তুমি
ধিরে ধিরে পরভূমি হয় তোমারই জন্মভূমি।