আজ আর কোনো কবিতা নয়
আজ দিন হোক কঠিন গদ্যময় ।
খেতে না পাওয়া মানুষেরা সারি সারি দন্ডায়মান
আশা দিয়েছিলে তুমি ভাল দিন এনে দেবে ।
অশনিসংকেত সরিয়ে শুভ দিনের সূচনা করবে ;
রাত ভোর দিন চলে গেছে সেদিনটা সত্যি আসেনি !
হয়তো দামী পোশাকের ভিতর থেকে টুপ করে পড়বে।


অসম্মানিত নারীরা সারি সারি বুকে হেঁটে চলেছে ।
যদি সেই আকাঙ্খিত দিন নিরাপত্তা এনে দিতে পারে।
ওদের সারা দেহে অগণিত আঁচর কেটেছে নররুপীরা;
তুমি দামী রুমালে মুছে নিচ্ছো সুচারু সুগন্ধি ঘাম ;
       হয়তো কোন জাদুর ছড়িতে আনবে সে দিন ।
দীর্ঘ অর্ধ উপবাসে জীর্ণবাসে অকাতরে চেয়ে আছে ।
হয়তো কখন কোন শুভ্মুহুর্তে সেই দিন তুমি আনবে ।