আমি এই মৃত্যু চাইনা।
ধিকি ধিকি আগুনে পুড়তে চাইনা
তুমি সামনা সামনি এসে দাঁড়াও
আর বলে ফেল আমি তোমাকে ভালবাসিনা।
শোনামাত্র যেন আমার মৃত্যু হয়
সেই মৃত্যুই আমি চাই।


আমি এই খরার দেশ চাইনা।
আঁকিবুঁকি ফাটলের হাহাকারে থাকবনা
বরং অবহেলা করতে পারো অপমান ও
সেইমুহূর্তে আমি ও পৃথিবী ছাড়বার নোটিশ দেব।
সব আলোগুলো নিভিয়ে ফিরে যাব অন্ধকারে,
সেই আদিমতায় মুক্তি খুঁজে নেব।


আমি তোমার কাছে একপশলা বৃষ্টি চেয়েছিলাম।
দেবে কি কাজলকালো এক টুকরো মেঘ।
নদীর কাছে দিনে দিনে ঋণ বেড়েছে।
মাটির কাছে বেড়েছে অভিশাপের বোঝা।
আমিতো কিচ্ছু চাইনি তোমার কাছে
আঁজলা ভরে পান করতে চেয়েছি  
এমন উষ্ণতম দিনে
শিতলতম বৃষ্টির অমৃত-ধারা।