এক একটা কবিতার জন্য মরে যেতে ইচ্ছে করে
আবার এক একটা কবিতার জন্য বাঁচতে ইচ্ছে হয়
এক একটা কবিতা নীরবে মৃত সঞ্জীবনী সঞ্চারিত করে
আর তখুনি পৃথিবীর মাটিতে স্বপ্ন মাথা তুলে দাঁড়ায়
তারা বাতাসে সবুজ পাতায় পাতায় আন্দোলিত
রাতে চাঁদের আলো গায়ে মেখে হয় কিন্নর কিন্নরী
জীবন জয়ের ছবি আঁকে রামধনুর রঙ নিয়ে
ওদের শরীরে ছড়িয়ে পড়ে আনন্দ সুগন্ধি


আমার তখন মাটি ভালো লাগে
মনে হয় মাটির আশ্রয় যেন মায়ের কোল
নিশ্চিন্ত নিরাপদ অগুন্তি নিরপত্তার বেষ্টনী
লতা গুল্মের মতন জড়িয়ে ধরে বলি
মাগো তোমায় বড্ড ভালবাসি...