তুচ্ছ হৃদয়ের বিনিময়ে, অমুল্য হৃদয় চাইবনা।
দীর্ঘ প্রতিক্ষায় দৃষ্টি বিনিময় নাও করতে পারো।
অভূতপূর্ব খরায় বৃষ্টি হয়ে ঝরতে নাও পারো।
তবে দুচোখ ভরে দেখার অধিকার কেড়ে নিওনা।


যেও বাগিচায়, কিন্ত কারিগরকে প্রশ্রয় দিওনা
কালচে লাল গোলাপ তুমি ছুঁয়ে দেখতে পারো
আঙুর ক্ষেতের মিষ্টি ফলের স্বাদ নিতে পারো
তবে, বাগিচার কারিগরের স্বস্তি কেড়ে নিওনা।  


জ্যোৎস্নায় যে জাগে জাগুক, কিন্তু তুমি জেগো না
রুপালি রদ্দুরে সুগন্ধি এলোচুল শুকিয়ে নিতে পারো
টিপ টিপ জোনাকির সাথে লুকোচুরি খেলতে পারো
তবে, অধমের শায়েরি লেখার স্বাধীনতা কেড়ে নিওনা।


সাদা কাফনের লাশটার জন্য চোখের জল ফেলো না
ইচ্ছা করলে অবজ্ঞা করেও সুদুরে চলে যেতে পারো
জনতা জানুক তাই একমুঠো মাটি দিলেও দিতে পারো
কিন্ত, লাস্যময়ী মুখটাকে কখন ভুলে যেতে বোলোনা ।