জানতাম না কবিতারা ও কথা বলে।
একদিন হটাত দেখা তোমার সাথে
        তুমি বললে আমি কবিতা ।
থাকি সবার অন্তরের ঠিক অন্তস্থলে ।
আমাদেরও ক্ষিদে তৃষ্ণা হাসি কান্না আছে।
এই তো সেদিন নীল মেঘের ঝরনাতে
    আমরা সবাই মিলে স্নানে ব্যস্ত ছিলাম।
আমরা মানে আমরা সব কবিতারা ।
কিছু কবিতার বৃষ্টি মেঘের মতন মুখভার।
শুধাতেই বললে, ওরা পশ্চিমে যাবে এখনি
  ওখানে নাকি নির্বিকারে গুলি করে শিশু মারছে।
আমরা তাই চলে গেলাম আবার ফিরে আসব।
আরো কিছু প্রায় প্রতিবাদী স্বরে বলে ওঠে
     যে কন্যারা প্রতিদিন নির্যাতিতা,
রক্তাক্ত হয়ে প্রমান দিতে হয় তারা নারী।
আমরা তাদের পাশে শক্তি হয়ে দাঁড়াবো।
আরো কিছু কিছু কঠিন মুখে বলে ওঠে
আমরাও চলে গেলাম তাদের কাছে ।
যারা প্রত্যেকবার স্বপ্ন দেখা থেকে বঞ্চিত ।
তারা যেন মেরুদণ্ড শক্ত করে রুখে দাঁড়ায়।
         তথাকথিত বিশ্বাস ভঙ্গকারীর বিপক্ষে;
   যারা বলেছিল এনে দেবে নতুন দিন।


আমি এসেছি তোমার কাছে। কেন জানো?
তাহাদের কথা তুমি স্বরলিপিতে এঁকে লিখে রাখো
         ঘুম ভাঙ্গানিয়া গান গেয়ে যেও রাজপথে।