আবার একটা হারিয়ে যাওয়া কবিতা
আবার একটা ফুরিয়ে যাওয়া বিকেল
আবার একটা নদীর ফিরিয়ে দেওয়া ঢেউ
শহীদ মিনার একা দাঁড়িয়ে, নেই সেখানে কেউ।


বলেছিলে ভিক্টোরিয়ার পরী জীবন্ত হবে
বলেছিলে প্রিন্সেপ ঘাটে জলসা বসবে
বলেছিলে কল্লোলিনী একদিন সুখের মুখ হবে
রেসকোর্সে হেরে যাওয়া সহিসের গল্প শোনাবে ।


তোমার বুকের পাঁজরে ছিল আশা আকাঙ্খা
তোমার ইচ্ছাগুলো লালিত হয়েছিল সযত্নে
তোমার ও ডানা মেলে দেবার স্বপ্ন ছিল অন্তহীন
কিন্ত ভাবনার সাথে স্বপ্নের যে বহুদিনের সঙ্ঘাত ।


এখনো ছায়ামূর্তিরা আসে কার্জনপার্কের অন্ধকারে
এখনো ওরা প্রতিদিন অপেক্ষাতে রাত গভীর হলে
এখনো ওরা খুঁজে নেয় হেরে যাওয়া সব মানুষ
তারপর ফাঁস করে ষড়যন্ত্রের কথা, জাগায় মানুষ।


তুমি নাকি সাক্ষী দিনবদলের, রাজা বদলের
তুমি নাকি রক্তে ভেসেছ খাদ্য আন্দোলনের
তুমি নাকি রাত জেগেছ প্রথম স্বাধীনতার স্বাদ পেতে
গোপন ঘরের চাবি খুলে দেখাও, সোনালী দিনের আলো।


আগামী দিনের বসন্তে রাঙাবো কৃষ্ণচূড়ায়
আগামী রাতের জলসাতে বাজাব সানাই
আগামী ভোরে এনে দেব আলোর রোশনাই
তবে প্রস্তুত থেকো সত্যের মুখোমুখি হতে পেওনা ভয় ।