তবু তোমাকেই ভালবাসি
ট্রাম চলে যায় হেস্টিংস থেকে ধর্মতলার দিকে
একদিকে রেডরোড অন্যদিকে গাছের সারি
আজ তুমি আনমনা,
মাঝে মাঝে গাছের আলোছায়া তোমার মুখে পড়ছে।
কিছু কুচোচুল বাতাস দোলায় কপালে দুলছে।
আজ যেন তুমি অন্যরকম ,
রাজপথে একটা কালো তেজি ঘোড়া সমানে দৌড় দিচ্ছে।
নাহ বোধহয় ছুটন্ত ট্রামের সাথে পাল্লা দিচ্ছে।
গাড়ীর আরোহীদের ভিতর ভীষণ উত্তেজনা ;
কি হয় কি হয় ! এরপর...
ঘোড়া ছুটে চলে গেল দুরে, অবশেষে মিলিয়ে গেল।
কারণ, ট্রামটা দাঁড়িয়ে গেল হঠাৎ করে ।
এখানে কোন স্টপেজ  নেই তবু ট্রাম দাঁড়ালো...
তুমি নামলে , বিশাল রেইনট্রি র নিচে দাঁড়ালে ।
ওখানে দীর্ঘদেহী এক যুবক অপেক্ষা করছিল;
তার হাত ধরে তুমি হাঁটতে লাগলে সবুজমাঠে ...
তোমার সাথে আমার দুরত্ব ক্রমশ বাড়ল...
এক সময় মিলিয়ে গেলে,
কালো তেজি ঘোড়াটার মতন।


এটা মোটেই প্রেম কাব্য নয় বা বিরহ কাব্য নয়;
নিছক কল্পনামাত্র...
এদের কাউকেই আমি চিনি না একজন ছাড়া
যার হাত ধরে তুমি হারিয়ে গিয়েছিলে সবুজ মাঠে
সে আমিই ছিলাম ...তোমার সমীরণ  
হয়তো কোন এক জন্মে, তোমাকে ভালবেসেছিলাম।
তাই,আজীবন ভালবেসে যাব
তবু তোমাকেই ভালবাসি।