জীবনের সাত পাঁচ অনেক ভাবনা
কবিতার খাতা যখন কাছে আর কি ভাবনা
মুহূর্তে হয়ে যাও শাহাজান
গবাক্ষ পানে চেয়ে আছে মমতাজ অপেক্ষায়
তুমি গৃহে প্রবেশ করামাত্র রেশমি পরদা দুলে ওঠে
জেনানা সব আতর ছড়িয়ে কুর্নিশ করে ফিরে যায়।


এখন তুমি আর সে
একান্ত পাশাপাশি দেখতে থাক নক্ষত্রখচিত নীলাকাশ
ক্লান্ত একফালি চাঁদের দৃষ্টিতে এক যুগলমূর্তি ।
সেও বুঝি ঘুমঘোরে ফিরে যায় নিতান্ত শরমে;


মুখোমুখি চোখে চোখ রেখে
বলে যাও নির্ঝরিণীর মতন আরব্য রজনীর গল্প।
কখন যেন নিষ্পেষিত গোলাপের পাপড়িতে
শিশিরের মতন অনবরত ঝরে পরে আনন্দাশ্রু ।