আমার ভালবাসার অহংকারে আমি যথেস্ট গর্বিত।
ভালবাসা যখন তোমার প্রত্যাখিত তীব্র রোষানলে
       দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হচ্ছিল।
তখন তুমি পরম নিশ্চিন্তে একমনে বেহালার সুরবিস্তারে
   কোমল গান্ধার ছুঁয়ে তীব্র নিষাদে ফেরো নির্দ্বিধায়।


আমার হৃদয়ের দগদগে লাল শুষে নিচ্ছে বসন্ত পলাশ;
শরীরের যন্ত্রনা নিয়ে তীব্রবেগে ছোটে আর একটা নীলনদ ;
দুচোখের দৃশ্যমানতা মুহুর্তে ছড়িয়ে গেল সারা বায়ুমন্ডলে ;
সারা জীবনের বৃষ্টি ভিক্ষা করে নিয়ে গেল সাহারা মরুভূমি ;
এখন এই পরিবেশে অপেক্ষা করে এক শ্মশানের নিস্তব্ধতা ;
ক্ষুদার্ত শকুনেরা ঠুকরে ঠুকরে করে উদরপূর্তি ;
প্রেমহীন শরীর এখন হয়ে গেছে যন্ত্রনাবিহীন লাশ।


   আহ: কি পরম শান্তি বিরাজমান এই ইথার তরঙ্গে ।