তোমার ভাল হোক
বলে নিজেকে মহান করতে চেয়েছিলাম।
নিজের অক্ষমতা ঢাকতে ওটাই ছিল একমাত্র অস্ত্র।
দীর্ঘ দিনের সম্পর্কটা এক নিমেষে ভোকাট্টা হয়ে গেল ।
অবলীলাক্রমে বলে দিলাম যে যেখানেই থাকো সুখী থেকো ।
গলার ভিতর ঠিক কণ্ঠার কাছে কী একটা যেন দলা পাকিয়ে আছে ।
বড় বিণুনী কোমরের কাছে সাপের মতো হিল হিল করে অদৃশ্য হয়ে গেলে ।
দুচোখের পাতা এক করলেই চমকে উঠি ঘুম থেকে একটা বীভত্স স্বপ্ন দেখে।
সেই তুমি হারিয়ে গেলে !
ওটাতো মনের কথা ছিল না ওটা ছিল মুখের কথা;
ততক্ষণে বিশ্বাসের তলানিতে তাই নিজেকে শেষ করে দিলে ।
আমি চিত্কার করে উঠি ঘুম থেকে, ছুটে গেলাম রক্তকরবীর বাগানে।
অদ্ভুত হাসিতে কাছে ডেকে নিচ্ছ গলায় হাতে পড়েছ রক্তকরবীর মালা।
'রাজা চলে এসো রাজা ' চলে এলাম হার মেনেছি সম্মোহণী শক্তির কাছে ।
ঠিক যেমন সাপুড়ের বীণের সুরে সুরে সাপ অনর্গল শরীর দুলিয়ে অনুগত দাস ।
এখন তুমি আমি এক হয়ে গেছি পৃথিবীর কোন শক্তি নেই আমাদের আলাদা করে ।