আমার যে কথা ছিল
আলপথ ধরে যেতে যেতে সকালের রোদ্দুর মাখাবার ।
সুবাস নেবার কথা ছিল
গন্ধরাজ লেবুর পাতা ঘসে বাকি পথ পৌঁছে যাবার ।
দেখে নেবার কথা ছিল
মেঠোবক চকিতে দুধসাদা পাখনাতে উড়াল দেবার ।
ভেবে নেবার কথা ছিল
পথে যেতে যেতে চোরকাঁটা বিঁধে যাবে বহুবার ।
স্বাদ নেবার কথা ছিল
বিহানবেলায় নববধুর হাতে পান্তা পেঁয়াজ খাবার ।


পথ দেবার কথা ছিল
ঘোমটার বউ আখার আগুন নিয়ে যেতে চমকে যায় ।
পিছন ফিরে দেখার ছিল
কিশোরী এক এঁঠো ভাত ছিটিয়ে হাঁসকে ডেকে নেয় ।
একমনে শুনে নেবার ছিল
পায়ের শব্দে ঝিঝির কান্না কেন চকিতে থেমে যায় ?
একান্ত অনুভব করবার ছিল
আজানে পূজনে কেমন ঝুপ করে সাঁঝের বেলা হয় ?
দেখার ছিল বাঁশবাগানের চাঁদে উঠলে
কেন কাজলা দিদির জন্যে এই মন উথালপাথাল হয় ?