ইথার আর আসেনা এখানে
হয়তো অন্য কোথাও অন্য কোনখানে
নীল সাগরে পা ডুবিয়ে আনমনে
নয়তো হন্নে হয়ে বৃষ্টি অরণ্যে ।

এও এক জন উন্মেষ।
অপূর্ব কথামালায় বাস্তব পরিবেশ।
আমিই এই মাটির অংশবিশেষ
বিচ্ছেদের প্রশ্ন নয় এ আমার দেশ।

অঙ্কিত জীবনবোধের চর্চিত কথামৃত।
একী সুধারস করি মধুপান
পাঠে অপার পুণ্য অর্জন
রসামৃত অশেস গুণমান।

সবাইকে চলে যেতে হয় দূর অজানায়
আমি তুমি কেউ রবেনা হেথায়।
সব মিথ্যে অহংকার হবে ক্ষয়
মিথ্যায় সত্য ঢেকেছ তবু সত্যের হবে জয়।

কাটলে কেটে কেটে খা স্বর্ণ সিংহাসন
খুঁড়ে খুঁড়ে নে মাটি ওদের মাটিতে আন।
জমাকৃত দলিল কাট, টুকরো কর কালো টাকা
গরিব নয় বড়োলোকের ঘর কর ফাঁকা।