এসো অনেকটা পথ এখনো বাকি ...
কৃষ্ণচূড়া সকাল তুমি দেখবে নাকি...
তবে আর কেন মিথ্যে করো দেরী...  
চলো যাই... চলো যাই...  
ওই শোন, ওই শোন মাঠ জুড়ে বাজে রনভেরী।


অসহায় যত ছোট ছোট স্রোতগুলো
নুড়ি পাথর সব ভেঙে ভেঙে চলে
একদিন ওরা নিশ্চয় যাবে মোহানায়।
চলো যাই... চলো যাই...
ওই শোন, ওই শোন মাঠ জুড়ে বাজে রনভেরী।


এখনো সবুজ কুঁড়ি পথ খুঁজে খুঁজে ফেরে
মুক্তির নেশা চোখে মুখে আলো চিনে চিনে
এগিয়ে যায় শুধু আশাটুকু বুকে ধরে
চলো যাই... চলো যাই...
ওই শোন, ওই শোন মাঠ জুড়ে বাজে রনভেরী।


যেতে যেতে পথের বাঁকে থাকবে জানি হাতছানি
মিথ্যে আশায় তৃষ্ণা মেটেনা জানি সে মরচিকা পানি।
ডিঙিয়ে পাহাড় চলো যাই, যখন স্বপ্ন রয়েছে সহায়...
ওই শোন, ওই শোন মাঠ জুড়ে বাজে রনভেরী।