কাস্তের মতন চাঁদ এখন যেন পূর্নিমায় পূর্ণ
কেমন করে দিনে দিনে তুই পাল্টে গেলি ।
চোখের দিকে তাকালে মনে হয় গভীর খাত
নিটোল শরীরটা দেমাক দেখায় মাধ্যাকর্ষণ'কে;


এই কদিন আগে জল জঙ্গল বৃষ্টি জল খেলায়
হাত ধরে ছুটে গেছি গায়ে ছিল কিশোরী গন্ধ;
এখন কেমন যেন বিকেল গড়িয়ে সন্ধ্যা সুবাস
বুকের ভিতর ধিক ধিক কম্পন তুলতে থাকে ;


দুই চড়ুই-এর ধূলো স্নানে ভীষণ হেসে উঠতিস
দুই হাঁসের মিথুন খেলায় লজ্জায় রেঙে উঠলি ।
এখন পরিপাটি শাড়ীতে কেমন সমীহ জাগে
কি বলে ডাকবো ডাকনামে নাকি? নিশ্চয় নয়!


আগের মতন পুকুরজলে ঝাঁপ দিয়ে সাঁতরাস না;
যখন তখন কপট মারে আবদার করে কিছু চাসনা ;
একদিন ঘুড়ি উড়ানোর সময় লাটাই ফেলে উধাও
লাটাই কুড়াতে গিয়ে রক্ত দেখে চমকে গেছি ভয়ে ।


জীবনের দান জীবন খেলেছে রিক্ত শাখে ফুটেছে ফুল
তুই ছেড়ে তুমি ডাকনামে আর নয় বলবো কৃষ্ণকলি ।