ভোর সকালে সে গেল
দিন ফুরালে সে ফিরল
রোদে পুড়লো বৃষ্টিতে ভিজলো
সকাল দুপুর পান্তা খেলো।


মাঠ জুড়ে ফসলের গান
আকাশ ঝোঁকা স্বপ্ন তান
সবুর কর বলছে মন
এই স্বপ্ন পরের ধন।


বারবার তার স্বপ্ন চুরি
সেই নাকি সমাজের ঘড়ি
আধা পেটে রাত্রি উপবাস
আজ নাকি সেই কৃষক দিবস।