১)
অরণ্য, ওখানে মাতাল করা বাদল এসেছে কিনা জানিনা ;
এখানে অপুষ্টির বৃষ্টি মাত্র তিনদিনের বৃষ্টি পুষিয়ে দিয়েছে ।
বাড়ির ছাদ একান্তে বৃষ্টি ভেজার ডাক পাঠিয়েছিল যাইনি ।
গাছ পাতা খালবিল মাটি অঝোরে সেদিন স্নান সেরেছে ।


২)
লাবন্য, একদিন তোমার খোলা চুলের মতন মেঘ দেখলাম !
কাজের ফাঁকে জানালায় চোখ, একটা ময়ুর বোধহয় ডাক দিল ;
দেখি ভারী পাখনা মেলে উড়ে গেল শব্দসন্ধানী সাথী ময়ুরী
অচেনা নয় খুব চেনা ফুল ছাতিম ফুলের সুবাস ভেসে এলো ।


৩)
বাড়িতে তোমাকে নিয়ে আর কোন আলোচনা হয়না অরণ্য ।
নতুন অতিথি আসবে আমায় সাজিয়ে গুছিয়ে দেখানো হবে ।
আমার ইচ্ছাগুলো কুমোরটুলির কাঠামোর মতন পড়ে আছে ;
ভালবাসার মন্ত্রটাই হয়তো একদিন প্রতিবাদী হতে শেখাবে ।


৪)
লাবন্য, সেদিন বৃষ্টিতে ভেজা খোলা চুলে দেখেছিলাম নদী
দিনলিপিতে নদীর নাম লিখেছিলাম, তোমাকে বলা হয়নি ;
কালরাতে সীমান্তের ওপারে দেখেছিলাম দেয়ালীর উল্লাস
বলা হয়েছিল সতর্ক থাকতে, চোখের পাতা এক করিনি ।