সামনের শিরিষ গাছ থেকে টুপ করে পায়ের কাছে একটা প্রজাপতি
হয়তো শিকারীর থেকে কোনপ্রকারে নিজেকে মুক্ত করতে পেরেছে ;
রঙিন প্রজাপতিটার একটা ডানা ভাঙা,সরু পায়ে তাও এগিয়ে যায়,
কেন জানিনা মনে হলো ওর সাথে আমার ভীষণ মিল রয়ে গেছে ।


অরণ্য, এটা বড় দোষ প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দুঃখ পাও ;
তোমার কবিতার খাতায় তুমি এক দ্রোহী,পাহাড়ের সাথে লড়ে যাও।
অথচ, যে ঘটনা তোমায় ঘিরে ঘটছে এতেই তুমি কেন হও বিচলিত ?
কাল স্কুলে তোমার একটা কবিতা আবৃত্তি করে আমি বিশেষ প্রশংসিত।


লাবন্য, তুমি আমার আলো, এত দূরে থেকেও আছো আলোর বৃত্তে
তোমার সেই গান ভাসে বাতাসে, সাহস পাই লড়তে বাস্তবের সাথে।
তবু নদীর যেমন পাড় ভাঙে, আমারও ভেতরে হৃদয়পাড়ে ভাঙ্গন ;
রামধনু আকাশ আমি আবার ফিরে পেতে চাই। এমনি উচাটন এ'মন।


সন্ধ্যায় শরীরে অন্যরকম অস্বস্তি, তাড়াতাড়ি চোখে মুখে জল দিলাম ;
আশ্চর্য আর বিস্ময় চোখে মা আমার পথ আগলে দাঁড়ায় মুখোমুখী ।
মা তুমি যা ভাবছ তা নয়, মায়ের চাপাস্বর প্রশ্নের জবাব দিলাম ;
ঘরের আয়নায় একান্তে মেলে ধরতেই পরিবর্তনটা সচক্ষেই দেখি ।