কতদিন মাছের ঝোল ভাত খাইনি, মায়ের মুখ খুব মনে পড়ছে ।
বোনটা এবছর মাধ্যমিক দেবে, কে জানে লেখাপড়া কেমন করছে ?
তোমাদের বাড়ির রান্নাপুজোর খাবার আসলেই খিদেটা বেড়ে যেত
লাবন্য, তুমি লাটাই ধরতে আর আমার ঘুড়ি আকাশে মনে পড়ছে ;


পুজো আর বেশি দেরী নেই, অরণ্য, তোমার যে আসবার কথা ছিল?
তোমার মা আর বুল্টি'র পছন্দের পোশাক আমি নিজে কিনে দিয়েছি।
তোমার ক্লাবে থিমের পূজো,তাই এবার খুবই তোড়জোড় চলছে,
যোগাযোগ ঠিকঠাক রাখবার জন্য বুনিকে একটা মুঠোফোন দিয়েছি ।


এদিকে আমাকে ঘিরে কুয়াশার মতো কেমন যেন চাপা উত্তেজনা ,
আমার বন্ধু অনিকেত দেখা হলে ভুত দেখার মতন চমকে ওঠে ।
একদিনের নোটিশে এখান থেকে ভুস্বর্গের দেশে পাঠিয়ে দিচ্ছে ;
আমি বোধহয় কাজের উপযুক্ত নই, রক্তে আমার সুনামি ছোটে।


তোমার মা তুমি ভালো আছ জেনে,বিষন্ন মুখে হাসি দেখেছি  
সন্ধ্যায় আমি বুল্টিকে পড়া বুঝিয়ে দিচ্ছি, ওর ও ভাল লাগছে ।
কাল মাঝরাতে বাবা ভীষণ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ;
অনির্বান না থাকলে কি হতো জানিনা, এখন অনেক সুস্থ আছে ।
                                            তবে ...