১)
আমার দিন রাত কেমন যেন থমকে গেছে ।
অরণ্য, অনেক দিন হলো তোমার খবর নেই।
দুর থেকে দেখি বকুল গাছে কত ফুল ফুটেছে,
নাহ ওখানে যাইনা, তবু বকুলের গন্ধ পাই ।


২)
লাবন্য, এতোটা দুরে এসেছি শুধু তোমার জন্যে
এখানকার অনুর্বর মাটিতে আমি সবুজ দেখিনা ।
মানুষগুলো যন্ত্রের মতন ঠিক যেন একটা রোবট  
শুধু সময়ের সাথে দৌড়ানো, ওরা হাসতে জানেনা ।


৩)
কাল নদীর ধারে একলা নিজেকে আবিষ্কার করি ;
জানো অরণ্য, হেলানো কদম গাছটা নদীর কবলে।
বুকের ভিতর কেমন হুহু করে চোখে জল এলো
একদিন তুমি আমার জন্যে কদম ছিঁড়ে এনেছিলে।


৪)
লাবন্য, গুছিয়ে নিতে আমার একটু সময় লাগবে,
এমন করে আমায় প্রতি পত্রে দুর্বল করে দিওনা ।
বুনো হাঁস ছাড়া প্রভাত, চাঁদ ছাড়া কি জোত্স্না রাত?
ঘুমের ওষুধে মগজ নিস্ক্রিয়,ওরা রাত জাগতে দেয়না ;


ক্রমশ...