তুমি পথ হারালে নাকি ক্লান্ত পথ শ্রান্ত
তুমি লিখলে ভাল লাগে এ পথ চলতে
তোমারি কবিতায় দারুন বটের ছায়া
ভালো লাগে দুদণ্ড বসে থাকতে।


তোমার দেখায় রৌদ্র ছায়া বৃষ্টি ধারা
তুমি ভাবলে অঝোর ঝরা বর্ণমালাতে
তোমার কবিতায় দৃশ্যায়ন নন্দনকানন
ভাল লাগে দুদণ্ড জিরিয়ে নিতে।


তুমি এলেই পাখীরা নীড়ে নিশ্চিন্ত
তুমি বললে ওরা গায় নাচে পেখম তুলে
তোমার কবিতায় সব্বাই খুঁজে পায়
বানীর মন্ত্রচ্চারনে হৃদয় তখন আপনি দোলে।


আশ্চর্য এই যে কদিন তুমি নেই তাই
শব্দে নিঃশব্দে, কেউ কেউ হাহা চিৎকারে
বর্ণবিদ্বেষ ফণা তোলে, দলাদলি অক্ষরে
যে যেমন খুশি করে ক্ষমতার প্রাচীর গড়ে।


কোথায় গিয়েছ করতোয়া নদীর তীরে
তীর ধরে ধরে সেই শ্রাবস্তীর নগর প্রান্তরে
তোমার কবিতায় হয়তো দেখব প্রতিফলন
ফসলের মাটিতে কেমন করে সন্ধ্যা নামে ধীরে।