নন্দিনী কেমন আছো ?
নতুন দেশ, নতুন মানুষ, নতুন ঠিকানা;
এখনো কি গান গাও যখন বসন্ত আসে !
ঝরা বকুলের ফুলে এখনো মালা গাঁথ !
বৈশাখী ঝড়ের বাতাসে আঁচল ওড়াও !
প্রথম বর্ষা এলে এখনো বৃষ্টিতে ভেজো !
দুর পাহাড়ের কুয়াশায় খুব আনন্দ পেতে ।
কিন্ত চলতে চলতে হটাত পথের মাঝে,
যখন কুয়াশা তোমায় ঘিরে ধরে ভয় পেতে ।
দুচোখ বন্ধ করে তুমি নির্দ্বিধায় বলতে -
কুয়াশায় আমার যে ভীষণ ভয় ।
অনি, আমায় তুমি জাপটে জড়িয়ে থাক ।
একবার, কুয়াশায় হারিয়ে গেছে আপনজন;
তখন থেকেই আমি একলা হয়ে গেছিলাম
আর আমি একলা হতে চাইনা ।


সেই তুমিই আমায় একলা রেখে হারিয়ে গেলে ।
এখন ভারী গভীর কুয়াশায় একলাই পথ হাঁটি
ভাবি, যদি তুমি কখনো ভুল করে পথ হারাও  
কোন দিশাহারা এক মুহুর্তে বলে উঠবে-
অনি, আমায় তুমি জড়িয়ে জাপটে ধরো ।
কুয়াশায় আমার যে ভীষণ ভয় ।