মনের ভিতর অনেক দিনের একটা জমি
জমিতে অনেক যত্নে ধিরে যে চারা বাড়ছে  
বেড়ে ওঠা শিশুকে প্রখর রোদ্দুর থেকে বাঁচাই
বাঁচাই যখন আসে প্রচণ্ড ঝোড়ো কালবৈশাখী
কালবৈশাখীর শেষে উত্তাল মুষলধারে বৃষ্টি
বৃষ্টির শেষে দেখি মাথা উঁচু করে সে দাঁড়িয়ে ।
দাঁড়িয়ে কাজলা সবুজ পাতা সে দেয় দুলিয়ে
দোলা লাগে এই অন্তরে বেঁচে গেছে ভালবাসা
ভালবাসা আর কেউ না সে আমার ক্যামেলিয়া ।


ক্যামেলিয়া ওই গাছের নাম বলেছিল নন্দিনী
নন্দিনী আরও বলেছিল ওই গাছের ফুল সাদা ;
সাদা সাদা ফুলে ভরে যাবে গাছের প্রতি কোরক
কোরক থেকে ফুল ফোটবার সময় ছড়াবে সুবাস ।
সুবাস তারায় পায় যাদের ভালবাসা হয় সত্যি
'সত্যি ভালবাসা' হেসে বলেছিলাম বাজে কথা
কথার কথা আজ ভালবাসা হয়ে গেছে মিথ্যে ;
মিথ্যে হলেও ফুল ফুটেছে জ্যোৎস্না ধোয়া ক্যামেলিয়া
ক্যমেলিয়ার প্রতি কোরকে এখন সেই অদ্ভুত সুবাস
সুবাসে ক্যামেলিয়া বলে ভালবাসা সত্যিই সত্যি হয়েছে ।